নিউজরাজ্য

লক্ষ টাকার বদলে বিয়ে সারুন মাত্র ৫০০ টাকায়! এবার ‘দুয়ারে বিয়ে’ আনল রাজ্য সরকার

এবার মাত্র ৫০০ টাকাতেই সম্পন্ন হবে বিবাহ! রাজ্যের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এমনই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আমরা সকলেই জানি যে প্রত্যেক বাবা-মাই তাদের সন্তানদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। তবে অর্থের অভাবে অনেক সময় সেই স্বপ্ন পূরণ হয় না। কিন্তু আর চিন্তা নেই, কারণ মাত্র ৫০০ টাকাতেই সম্পন্ন হবে বিবাহ।

শুধু তাই নয় এই পরিষেবা মিলবে ‘দুয়ারে’। বর্তমানে প্রত্যেকটি জেলায় ৪-৫ টি থানার এলাকার জন্য একটি করে সাব-রেজিস্ট্রি অফিস রয়েছে। কিন্তু এতোদিন বিয়ের রেজিস্ট্রির জন্য জেলা সদরে যেতে হতো। তবে এবার থেকে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে বিয়ের রেজিস্ট্রির কাজ সম্পন্ন হবে। বর্তমানে এই রাজ্যে অনলাইনে বিয়ের রেজিস্ট্রির জন্য আবেদন করা যায়।

আর এবার থেকে সাব-রেজিস্ট্রি অফিসে বিয়ের জন্য আবেদন করা যাবে। এরপর নির্দিষ্ট দিন ঠিক করা হলে সেদিন পৌঁছে যেতে হবে। রাজ্য সরকার সকলের সুবিধার কথা মাথায় রেখে সাব-রেজিস্ট্রি অফিসেই রেজিস্ট্রেশন পরিষেবা চালু করলো। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ২৫৯ টি সাব-রেজিস্ট্রি অফিস রয়েছে। ইতিমধ্যেই ১১০ টি অফিসে এই সুবিধা শুরু হয়ে গিয়েছে।

আর চলতি মাসেই বাকি সব অফিসগুলোতে এই পরিষেবা শুরু হবে। এই বিষয়ে জানা গিয়েছে মাত্র ৫০০ টাকার বিনিময়ে জেলার সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করা যাবে। এই ৫০০ টাকার মধ্যে ১০০ টাকা খরচ হয় নোটিশ এবং বাকি ৪০০ টাকা খরচ হয় রেজিস্ট্রি ফি হিসেবে। তবে জানা গিয়েছে যারা দারিদ্র সীমার নীচে রয়েছেন তাদের রেজিস্ট্রি করতে অর্ধেক টাকা লাগবে। তবে যদি কেউ নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রি করতে চান তাহলে অতিরিক্ত ৪০০ টাকা খরচ হবে।