বদলে গেলো রাজ্যের কলেজে ভর্তি হওয়ার নিয়ম, নতুন নিয়ম সকল পড়ুয়াদের জানা দরকার

Advertisement

WB College Admission New Rules: এক পোর্টালেই রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় মিলবে ভর্তির সুযোগ! স্নাতক স্তরে ভর্তি হতে এবার বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আলাদাভাবে আবেদন করার দিন চলেছে শেষ হতে! হ্যাঁ সম্প্রতি এমনই খবর সামনে এসেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই একটিমাত্র কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা। এবার কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর।

Advertisements

বিষয়টি দীর্ঘদিন ধরেই ভাবনাচিন্তার স্তরে ছিল। 2022 সালে কেন্দ্রীয়ভাবে একই পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে এবার আগামী শিক্ষাবর্ষ থেকেই একই পোর্টালের মাধ্যমে ভর্তি সুবিধা পেতে চলেছে পড়ুয়ারা‌। কলেজ ভর্তির নিয়মে আসছে বড় বদল।। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই নিয়মের ওই পরিবর্তন ছাড়পত্র পেয়ে গিয়েছে।

Advertisements

● নতুন নিয়মের ফলে কি সুবিধা হবে-

★ পুরনো নিয়ম অনুযায়ী প্রতিটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথকভাবে টাকা দিয়ে ফর্ম ফিলাপ করতে হতো কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এভাবে পৃথকভাবে টাকা দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে না।

★ সরকারি বা সরকার পোষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পুরো ভর্তির প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে একটি পোটালের মাধ্যমে হবে।

★ পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানা যাচ্ছে এই নয়া নিয়ম আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩-২৪ থেকেই কার্যকর হতে চলেছে।

★ অর্থাৎ যে পড়ুয়ারা এবার উচ্চমাধ্যমিক দিয়েছেন তারাই প্রথমবার কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হবেন।

★ শিক্ষা দপ্তরের দাবি এর ফলে ছাত্রছাত্রীদের হয়রানি কমবে।

★ একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার ফলে ফাঁকা আসনের সংখ্যাও কমবে।

★ পূর্বে অনেক সময় নিজের পছন্দের কলেজের সুযোগ মিলবে কিনা সেই দোটানায় পড়ে যে কোন বিষয়ে যে কোন কলেজে ভর্তি হয়ে যেতেন পড়ুয়ারা। পরবর্তীতে পছন্দের কলেজে এডমিশন লিস্টের নাম উঠলে সেই কলেজে ভর্তি হতেন। ফলে দুবার টাকা খরচ। সঙ্গে বিভিন্ন কলেজে ফর্ম ফিলাপের জন্য আলাদা খরচ। কিন্তু কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়ায় অতিরিক্ত টাকা খরচ হওয়ার সম্ভবনা নেই।

● নতুন নিয়ম আনবে স্বচ্ছতা..ধারণা বিশেষজ্ঞ মহলে- সোমবার রাতের দিকে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের তরফে একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই জানানো হয়েছে রাজ্যের সমস্ত সরকারি বা সরকার ঘোষিত কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় অভিন্নতা, সামঞ্জস্যতা ও স্বচ্ছতা বজায় রাখতে নয়া শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় পোর্টাল চালু করা হচ্ছে।

★ এর ফলে একটি প্লাটফর্মে পড়ুয়ারা যেমন নিজের পছন্দের বিষয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তেমনি পড়ুয়াদের একাধিক বার ভর্তি হতে হবে না।

★ একই সাথে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আসন ভর্তি হওয়ার সম্ভাবনা বাড়বে।

★ এমনকি ছাত্র ইউনিয়নের মাধ্যমে অসৎ পথে ভর্তির যেসব ঘটনার সামনে আসে সেই দিকেও স্বচ্ছতা আসবে।

দীর্ঘ আলোচনা চললেও কোনভাবেই এই বিষয়টি ফলপ্রসু হচ্ছিল না তবে শেষ পর্যন্ত গত সপ্তাহে এই কেন্দ্রীয় পোর্টাল চালু করার সিদ্ধান্তে অনুমোদন দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্যের মন্ত্রিসভা।

Related Articles