Cyclone: মে মাসে ধেয়ে আসছে আরেকটা আমফান? কি পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদরা

Advertisement

এই মুহূর্তে বৈশাখের প্রচণ্ড দাবদাহে রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। একটুখানি বৃষ্টির আশায় চাতকের ন্যায় আকাশ পানে চেয়ে রয়েছে আপামর জনগণ আর রবিবার থেকেই বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তার সাথে জারি হল অপর এক সতর্কবার্তা। মে মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণবাত আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে!

Advertisements

আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস অনুযায়ী আগামী 5ই মে এর পর থেকে বঙ্গোপসাগরের উপরে তৈরি এই শক্তিশালী ঘূর্ণবাতটি প্রবল শক্তির সঞ্চার করে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে উপকূলীয় পশ্চিমবঙ্গে। তবে মে মাসে উপকূলীয় বঙ্গ কিংবা বাংলাদেশে ঘূর্ণিঝড়ের আঘাত হানার পূর্ব অভিজ্ঞতা বঙ্গবাসীর জন্য খুব একটা সুখকর নয়। তাই আসন্ন এই শক্তিশালী ঘূর্ণবাতটিকে নিয়ে যথেষ্ট চিন্তিত আবহবিদেরা।

Advertisements

বর্তমানে জানা যাচ্ছে,সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যার ফলে ধীরে ধীরে নিম্নচাপ,সুস্পষ্ট নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিজের শক্তি বাড়িয়ে উত্তর ভারত মহাসাগর কিংবা আন্দামান সাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় নিজের গতি বৃদ্ধি করতে থাকবে। ফলতঃ পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা গুলিতে থাকছে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্ভাবনা।

তবে ঘূর্ণবাতের শক্তি,বায়ুর গতিবেগ ও দিক পুরোটাই নির্ভর করছে আবহাওয়া মন্ডলের উচ্চস্তরে বাতাসের গতি এবং অভিমুখের ওপর। ফলতঃ গাঙ্গেয় বদ্বীপসংলগ্ন অঞ্চলে আসন্ন এই ঘূর্ণবাতের জন্য পূর্ব থেকেই প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে আবহবিদেরা!

Related Articles