নামমাত্র খরচে সোজা কলকাতা থেকে শিলিগুড়ি! আকর্ষণীয় ভাড়ায় AC ভলভো পরিষেবা চালু করলো WBTC

Advertisement

এবার একদম কম খরচে পৌঁছে দেবেন কলকাতা থেকে সোজা শিলিগুড়ি, কিভাবে? জেনে নিন। বাইরে চলছে তাপপ্রবাহ। এদিকে ঘরে অস্বস্তিকর পরিবেশ। এই সময় মন চায় একটু পাহাড়-পর্বতের খোলামেলা পরিবেশে ঠান্ডা বাতাস উপভোগ করতে। কিন্তু এই সময় সবারই মন একই দিকে উড়ু উড়ু করে। তাই এই মুহূর্তে উত্তরবঙ্গে যাওয়ার বাস বা ট্রেনে জায়গা পাওয়া ভগবানের দর্শন পাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি যদি মন থেকে চান উত্তরবঙ্গ যেতে, তবে আজকের প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য।

Advertisements

আজকের প্রতিবেদনে বলবো কিভাবে একদম কম খরচে উত্তরবঙ্গ ঘুরে আসা যাবে। শুনে হাসি পাচ্ছে যে উত্তরবঙ্গ ট্যুর, তাও আবার কম খরচে কিভাবে সম্ভব? তবে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন। আসলে কলকাতা থেকে শিলিগুড়ি রুটে এসি বাস উদ্বোধন করেছে WBTC। ৫টা ৫০ মিনিটে প্রতি বিকেলে ধর্মতলার ‘L 20’ বাসস্ট্যান্ড থেকে এই বাস ছাড়া হবে। কলকাতা থেকে বিকেল ৫.৫০ মিনিটে ছাড়া হবে বাস। এই বাসটি শিলিগুড়ি গিয়ে পৌঁছাবে পরের দিন ভোর ৬.৩০ মিনিটে।

Advertisements

কলকাতা থেকে শিলিগুড়িতে পৌঁছে যাবেন আরাম করে। এবার ভাবছেন কিভাবে শিলিগুড়ি থেকে কলকাতায় ফেরত আসবেন? ঠিক একইভাবে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে প্রতিদিন বিকেল ৫ঃ৫০ মিনিটে থাকবে কলকাতা ফেরার বাস। তাই আপনি নিশ্চিন্তে শিলিগুড়ির থেকেও কলকাতা সেই বাসে আসতে পারবেন। সব থেকে দারুন খবর হচ্ছে বাসটির সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত।

এবার মনে হতেই পারে যে, এসি বাস বলে এর খরচ হতে পারে অনেক বেশি। কিন্তু একদমই নয়। যেহেতু বাসটি থেকে উদ্বোধন করা হয়েছে WBTC থেকে। তাই এই এসি বাসের খরচ মাত্র ১৩৫৫ টাকা। বাসটি বারাসাত, রায়গঞ্জ, কৃষ্ণনগর এয়ারপোর্ট হয়ে শিলিগুড়ি ঢুকবে। এত কম খরচে কলকাতা থেকে সোজা শিলিগুড়ি, সত্যি ভাবলেও অবাক লাগে। তাই আর দেরি না করে চটপট ব্যাগ বেঁধে বেরিয়ে পড়ুন ছুটি কাটাতে।

Related Articles