নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার শান্তিপুর থানার তৎপরতায় মানিকনগর গ্রাম থেকে উদ্ধার ২০০ লিটার চোলাই মদ

ওই এলাকা থেকে প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার ও তিনজনকে আটক করল শান্তিপুর থানার পুলিশ।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া :– গত বছরই নদীয়া শান্তিপুর চৌধুরী পাড়া গ্রামে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিলো বিষ মদ্যপানের কারনে। সেই থেকেই প্রশাসন অত্যন্ত সচেতন এ বিষয়ে।

শান্তিপুর থানার অন্তর্গত চর মানিকনগর এলাকার পুলিশ ক্যাম্পের থেকে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকা থেকে প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার ও তিনজনকে আটক করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মানিক নগর এলাকার খালের ধারে এই শুরু হয়েছিল বেআইনি চোলাই মদের কারবার।

আজ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ওই চোলাই মদের ঘাঁটিতে হানা দেয়, এরপরই উদ্ধার করে প্রায় ২০০ লিটার চোলাই মদ। এছাড়াও চোলাই মদ তৈরির সরঞ্জাম। তবে এই চোলাই মদের কারবারের সাথে আরও কারা কারা যুক্ত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রশাসনিক সূত্রে জানা যায়, আটক ওই তিনজনের কাছ থেকে তদন্তের প্রয়োজনীয় তথ্যর হদিশ মিলবে।

Related Articles