নদীয়া সংবাদনিউজরাজ্য

জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি চলছে বৃক্ষরোপণও, গাছ লাগাচ্ছেন নদীয়ার শ্রমিকরা

বুধবার নদিয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের বাহাদুরপুর- মায়াকোলে গাছ লাগাতে দেখা গেল এসইডাবলু কোম্পানির শ্রমিকদের ।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- পরিবেশ নষ্ট করে কখনোই উন্নয়ন নয়। এ ব্যাপারে সচেতন কেন্দ্র-রাজ্য উভয় সরকার। তাদের কাছ থেকে কাজের বরাদ্দ পেলে মানতে হবে এই নীতি। শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত ওয়ান ওয়ে রাস্তা সম্প্রসারনের জন্য কাটা পড়ে ছিল কিছু গাছ! আর তারই ঘাটতি মেটানোর জন্য প্রায় দ্বিগুণ পরিমানে রাস্তার দু’পাশ দিয়ে গাছ লাগানো হচ্ছে।

সারা বিশ্ব জুড়ে চলছে পরিবেশ বাঁচানোর আন্দোলন। এনএইচ এর রাস্তা বড়ো করার জন্য এক সময় বড় বড় গাছও কাটতে হয়েছিল ফলে সাধারণ মানুষ ক্ষোভও প্রকাশ করেছিলেন । বুধবার নদিয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের বাহাদুরপুর- মায়াকোলে গাছ লাগাতে দেখা গেল এসইডাবলু কোম্পানির শ্রমিকদের । শ্রমিকদের পক্ষে পিন্টু ঘোষ জানান শিশু,কৃষ্ণচূড়া,অর্জুন সহ বিভিন্ন রকম গাছ রোপণ করা হচ্ছে ও গাছগুলি রক্ষা করতে দেওয়া হচ্ছে ঘেরা।

এ কাজে ব্যবহৃত বাঁশের খাঁচা তৈরী এবং গাছ লাগানোর প্রয়োজনীয় শ্রমিক নেওয়া হচ্ছে ওই এলাকা থেকেই, তাই লকডাউন এর মধ্যেও বিকল্প আয়ের এর উৎস হিসেবে উপকৃত হচ্ছেন এলাকাবাসী।

Related Articles