নদীয়া সংবাদনিউজরাজ্য

উত্তরপ্রদেশের নারী নির্যাতনের প্রতিবাদে ধিক্কার মিছিল নদীয়ার শান্তিপুরের রাজপথে

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শান্তিপুর শহরের সমস্ত ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা ডাকঘর বাসষ্ট্যান্ডে জমায়েত হন।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া: উত্তরপ্রদেশে হাথরসে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে আজ নদিয়ার শান্তিপুর শহরের ডাকঘর বাসষ্ট্যান্ড থেকে বিকাল সাড়ে ৫ টার সময় শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদী ও ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শান্তিপুর শহরের সমস্ত ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা ডাকঘর বাসষ্ট্যান্ডে জমায়েত হন। তবে মিছিলে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা গেছে ।

শান্তিপুর ডাকঘর বাসষ্ট্যান্ড থেকে আয়োজিত এই মিছিলটি শান্তিপুর কাশ্যপ পাড়া , শ্যামবাজার বাইগাছি মোড় হয়ে শান্তিপুর স্টেশন এর কাছাকাছি স্বাচ্ছন্দ্য লজে জমায়েতে র উদ্দেশ্যে রওনা হয় বলেই সূত্রের খবর। মিছিলে নেতৃত্ব দেন পৌরসভার প্রাক্তন সহ প্রশাসক আবদুল সালাম কারিগর সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ।

Related Articles