নদীয়া সংবাদনিউজরাজ্য

কৃষি বিলের বিরুদ্ধে নদীয়ার শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ সিপিআইএম কর্মীদের

সিপিআইএম রাজ্য কমিটির নির্দেশে প্রতিটি জেলার সর্বত্র বিভিন্ন আন্দোলন বিক্ষোভে সামিল হচ্ছেন সিপিআইএম দলের কর্মী সমর্থকরাও।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- কেন্দ্রীয় সরকারের কৃষিবিলের বিপক্ষে রাজ্যের শাসক দল তৃণমূল যেমন বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই রকম ভাবেই সিপিআইএম রাজ্য কমিটির নির্দেশে প্রতিটি জেলার সর্বত্র বিভিন্ন আন্দোলন বিক্ষোভে সামিল হচ্ছেন সিপিআইএম দলের কর্মী সমর্থকরাও। এছাড়া রানাঘাটেও  বিক্ষোভ চালান সিপিআইএম কর্মীরা।

বুথ স্তরে জনমত গড়ে তুলে একের পর এক আন্দোলন সংগঠিত করছেন তারা। নদীয়া জেলার শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘোড়ালিয়া বাইপাস মোড়ে দীর্ঘ ৩৫মিনিট অবরোধ করে রাখেন তারা। ঘটনাস্থলে শান্তিপুর থানার ওসি সুমন দাস পৌঁছে অনুরোধ করেন সাধারণ জনগণের সুবিধার্থে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য।

প্রসঙ্গত এক ঘন্টার পূর্ব নির্ধারিত এই ধর্মঘট উঠে যায় ৩৫ মিনিটের মাথায়। ফুলিয়া এরিয়া কমিটি এবং শান্তিপুর এরিয়া কমিটির সিপিআইএম এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃস্থানীয় প্রায় সকলেই উপস্থিত ছিলেন। এ বিষয়ে ফুলিয়া এরিয়া কমিটির সম্পাদক অনুপ ঘোষ জানান “অবিলম্বে সরকারি হস্তক্ষেপে সুরাহা না মিললে কৃষকদের স্বার্থে এরপর বৃহত্তর গণআন্দোলন করতে আমরা বাধ্য হবো।”

Related Articles