নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার রানাঘাটের হিজুলি গাঙ্গুলী বাড়ির পুজো এবার ১৭৭ বছরে পদার্পন করল

সপ্তমী থেকে নবমী অবদি চাল কুমড়া ,আঁখ , কুমড়ো বলি যেমন হয়।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:-১৭৭ বছরের হিজুলি গাঙ্গুলি বাড়ির পুজো এই বছর করোনা সংক্রমণের জন্য বাইরে থেকে পরিবারের সদস্যরা না আসলেও রীতি মেনেই পুজো হবে ।

এই পুজোর রীতি বংশের যিনি বয়স্ক ব্যক্তি আছেন তার নাম দিয়ে নিমন্ত্রণ কার্ড করা হয় পাশাপাশি সবচেয়ে বয়স্ক মহিলার নামে পুজোর সংকল্প হয় ।

সপ্তমী থেকে নবমী অবদি চাল কুমড়া ,আঁখ , কুমড়ো বলি যেমন হয়। পাশাপাশি ভোগে মাছ থাকে এই পুজো দেখতে বাইরে থেকে যেমন লোক ভিড় করেন তেমনি বিদেশ কিংবা বিভিন্ন রাজ্যে থাকা পরিবারের সদস্যরা পুজো উপলক্ষে অবশ্যই হাজির হন বাড়িতে ।

Related Articles