নদীয়া সংবাদনিউজরাজ্য

নদিয়ার কৃষ্ণনগরে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের নিয়োগের দাবিতে মিছিল

ডি আই এর কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয় ঐক্য মঞ্চের পক্ষ থেকে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া: প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত মঞ্চে( ডি এল এড) এর পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক স্তরে শিক্ষকতার চাকরিতে নিয়োগ করার দাবিতে মিছিল বের হয়।

এছাড়া কোর্ট কেসের দোহাই দিয়ে নিয়োগ আটকে না রাখার দাবিতে কৃষ্ণনগর গভমেন্ট কলেজ ময়দান থেকে এক বিক্ষোভ পদযাত্রায় শামিল হন ঐক্য মঞ্চের সদস্যরা। এছাড়াও এইদিন কালেক্টরি অফিস হয়ে বর্ণপরিচয় ভবনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি ডি আই এর কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয় ঐক্য মঞ্চের পক্ষ থেকে।

তাদের দাবি, ডিএলএড পরীক্ষার উত্তীর্ণ হওয়া সত্বেও আজ পর্যন্ত তাদেরকে শিক্ষকতা কর্মে নিয়োগ করেনি সরকার। অবিলম্বে তাদেরকে নিয়োগ করার দাবিতে মূলত এই দিনের বিক্ষোভ পদযাত্রা ডেপুটেশন বলে এইদিন বিক্ষোভ মঞ্চ থেকে জানিয়েছে ডি এল এড প্রশিক্ষিত ঐক্য মঞ্চের সদস্যরা।

Related Articles