নদীয়া সংবাদনিউজরাজ্য

দু-মুঠো অন্ন জোগাতে নদীয়ার রাস্তায় টেরাকোটার জিনিস বিক্রি করছেন কলকাতার শিল্পী

আগে রাজ্যের বিভিন্ন জেলার মেলায় টেরাকোটার কাজ করা জিনিসপত্র বিক্রি হতে দেখা যেতো।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- করোনা আবহে বন্ধ রয়েছে বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগে রাজ্যের বিভিন্ন জেলার মেলায় টেরাকোটার কাজ করা জিনিসপত্র বিক্রি হতে দেখা যেতো। কিন্তু করোনার জন্য পথে বসেছে শিল্পীরা, অথচ তাদেরই শিল্পকর্ম স্থান পায় অট্টালিকায়।

নদিয়া জেলার কৃষ্ণনগরের জাতীয় সড়কের ধারে শনিবার টেরাকোটার জিনিসপত্র বিক্রি করতে দেখা গেলো কলকাতার দত্তপুকুরের বাসিন্দা অনুপ মন্ডলকে । তিনি জানান “প্রায় ৭মাস বসে রয়েছেন তাই নিজের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতেই রাস্তার ধারেই টেরাকোটার জিনিস রং করছেন ও বিক্রি করছেন ।

তবে তিনি গর্বিত এই পেশায়। পরিবারের সঙ্গে থাকতে না পারলেও দু’মুঠো অন্ন জোগাড় করতে পেরে খুব খুশি তিনি। তবে এই দৃশ্য শুধু নদীয়ার কৃষ্ণনগর নয়, এ দৃশ্য চোখে পড়ে জাতীয় সড়কের পাশে অনেক জায়গায়।

Related Articles