নদীয়া সংবাদনিউজরাজ্য

আহারের ব্যবস্থার পর এবার নদীয়ার কৃষ্ণনগর আনন্দধারা স্বেচ্ছাসেবী সংগঠনের বস্ত্রদান অনুষ্ঠান

আজ এই শেষ দিনে দুপুরে খাবারের সঙ্গে ছিল পুজোর নতুন পোশাক, ১০০ জনকে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:-“জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর” স্বামী বিবেকানন্দের অমৃত বাণীকে পাথেয় করে “কৃষ্ণগর আনন্দধারা” স্বেচ্ছাসেবী সংগঠন ৪৮ দিন ধরে নবদ্বীপ ধাম স্টেশন সাধারণ মানুষকে একবেলা খাদ্য তুলে দিয়েছে।

আজ এই শেষ দিনে দুপুরে খাবারের সঙ্গে ছিল পুজোর নতুন পোশাক, ১০০ জনকে দেওয়া হয়েছে। ৪ বছর থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ  কেউ নতুন বস্ত্রের পুজোর উপহার দেওয়া হয় ।

সংগঠনের সম্পাদক রাজু পাত্র আমাদের জানান যে নবদ্দীপ রেলস্টেশনের প্রতিদিন ৫০ থেকে ৬০ জন করে বৃদ্ধ-বৃদ্ধারা এক বেলার আহারে ব্যবস্থা করেন তারা। আসন্ন শারদ উৎসব উপলক্ষে আজ নতুন বস্ত্র দান করা হয় তাদের।

Related Articles