নদীয়া সংবাদনিউজরাজ্য

পরীক্ষাতে পাশ করেও চার বছর ধরে মিলছে না চাকরি, খালি গায়ে বিক্ষোভ প্রদর্শন করলেন নদীয়ার গ্রুপ ডি কর্মপ্রার্থীরা

শুক্রবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে এসে ডেপুটেশন দেয় থালা হাতে নিয়ে দ্রুত নিয়োগ করার দাবীতে, বস্ত্র খুলে প্রতিবাদের ভাষা হিসেবে দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন তারা।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- ২০‍১৬ সালে রাজ্য সরকার গ্রুপ ডি নিয়োগ হবে বলে বিজ্ঞাপন দেয় বিভিন্ন সংবাদপত্রে। তার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে পরীক্ষা এবং ইন্টারভিউ হয়। তারপরেও এখনো সম্পূর্ণ নিয়োগ হয়নি।

ফলে যারা নিয়োগ এখনো নিয়োগ পত্র পায়নি ওয়েটিং থাকার জন্য শুক্রবার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে এসে ডেপুটেশন দেয় থালা হাতে নিয়ে দ্রুত নিয়োগ করার দাবীতে, বস্ত্র খুলে প্রতিবাদের ভাষা হিসেবে দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেন তারা। তাদের দাবি সরকার বিভিন্ন দপ্তরে ক্যাজুয়াল কর্মচারী দিয়ে কাজ চালাচ্ছে দীর্ঘদিন যাবত! নতুন রিক্রুটমেন্ট দূরে থাক, যারা পাস করে বসে আছে তাদের দিকে নেই কোনো ভ্রুক্ষেপ। দেখতে দেখতে চার বছর অতিক্রান্ত কর্মে যোগদানের নির্দিষ্ট কোন দিনের আশ্বাস পাইনি এখনো।

বিক্ষোভকারীরা আক্ষেপের সাথে জানান দীর্ঘ লকডাউনে একাংশ সরকারি কর্মচারী বাড়িতে বসেই পেয়েছে মাইনে! অথচ আমাদের জোটেনি ন্যূনতম সংসার চালানোর খরচ। আর যদি সঠিক সময়ে আমাদের কর্মে নিযুক্ত করা হতো তাহলে সরকার নির্ধারিত পুরো মাইনেই তো পেতাম আমরা! তাই আরো একবার সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ধৈর্য সহকারে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠান করলাম আজ। তবে একই রকম পরিস্থিতি থাকলে বৃহত্তর গণআন্দোলন করতে বাধ্য হব আমরা।

Related Articles