নদীয়া সংবাদনিউজরাজ্য

স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভিটে পরিষ্কার কর্মসূচি

রবিবার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতানের উদ্যোগে চলে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ ।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- নদীয়া জেলার কবি, সাহিত্যিক ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভিটে কৃষ্ণনগর স্টেশন অ্যাপ্রচ রোডে অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে অনেকদিন ধরে ।

রবিবার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতানের উদ্যোগে চলে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ । নোংরা আবর্জনা পরিস্কার করেন সংগঠনের সদস্যরা । উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ঐকতানের পক্ষে অরিন্দম দেব, সৌগত দাস, সৌমাভ চৌধুরী সহ অন্যান্যরা।

সংগঠনের সদস্যরা জানান মাঝে মাঝে পরিষ্কার করা হলেও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে । সংগঠনের অন্যতম অরিন্দম দেব জানান “কবির জন্ম ভিটে রক্ষণাবেক্ষণ এর জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহন করা হয়েছে । অনেক স্বহৃদয় মানুষ এগিয়ে আসছেন । কৃষ্ণনগর কলকাতা ঐকতান সবাইকে নিয়ে এগিয়ে যাবে” ।

Related Articles