নিউজরাজ্য

হাত কেটে রক্ত দিয়ে শহীদদের নাম লিখল নদীয়ার নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্ররা

ছাত্র আন্দোলন এর উষ্ণতা বৃদ্ধি পেলে স্কুলের ভেতরে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ ও তাপস নামের দুই ছাত্রের।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- ধারালো ব্লেড দিয়ে নিজেদের হাত কেটে রক্ত দিয়ে শহীদদের নাম লিখে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মাতৃ ভাষা দিবস পালন করলো নবদ্বীপ নগর ও নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) ইউনিটের সদস্যরা।

প্রসঙ্গত, ২০১৮ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুর দাড়িভাটা এলাকায় একটি উচ্চ বিদ্যালয় উর্দুর বদলে বাংলা ভাষার শিক্ষক আনার দাবিতে আন্দোলন এ শামিল হয় স্কুলের পড়ুয়ারা। ছাত্র আন্দোলন এর উষ্ণতা বৃদ্ধি পেলে স্কুলের ভেতরে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ ও তাপস নামের দুই ছাত্রের।

এই ঘটনার প্রতিবাদে ও মাতৃভাষা দিবসকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় নবদ্দীপ রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি বেসরকারী লজে শহীদ ছাত্রদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি মাতৃভাষা দিবস পালন করল নবদ্বীপ নগর ও নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সদস্যরা।

Related Articles