নদীয়া সংবাদনিউজরাজ্য

গ্রাহকদের স্বার্থে একাধিক দাবি নিয়ে রাজপথে নেমেছেন নদীয়ার কেবল অপারেটাররা

গ্রাহক ও দর্শক স্বার্থে বর্তমান জিএসটি ১৮শতাংশ হার থেকে কমাতে হবে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- অল বেঙ্গল কেবল টিভি এন্ড ব্রডব্যান্ড অপারেটরস ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আজ প্রায় ২০০ জন নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কেবল অপারেটরদের এক পথসভা অনুষ্ঠিত হলো কৃষ্ণনগরের রাজপথে।

তাদের দাবি ভারতীয় সম্মান ও ঐতিহ্যশালী সাংস্কৃতিক নষ্টকারী ওটিটি প্ল্যাটফর্মকে অবিলম্বে কেন্দ্রীয় সরকারি আইনের আওতায় আনতে হবে। গ্রাহক ও দর্শক স্বার্থে বর্তমান জিএসটি ১৮শতাংশ হার থেকে কমাতে হবে।

স্থানীয় কেবল ব্রডব্যান্ড অপারেটরদের ( এল সি ও) ট্রেড লাইসেন্স প্রমোদ কর নবীকরণ সরলীকরণ করার মতো বেশ কিছু দাবিতে সরব হন তারা। আগামী দিন বিষয়গুলো সম্পর্কে সরকার সংবেদনশীল না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।

Related Articles