নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার বেথুয়ার এক গৃহবধূ রক্ত দিয়ে বাঁচালেন থ্যালাসেমিয়া আক্রান্ত ৯ বছরের শিশুর প্রাণ

এই করোনা সংকটে ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সময় মতো রক্ত না পেলে তার জীবন সংশয় হতে পারে।

Advertisement
Advertisement

মলয় দে নদিয়া:- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃ পক্ষের সূচনার পুণ্য লগ্নে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রামের ৯ বছর বয়সের থ্যালাসেমিয়া আক্রান্ত একটি বাচ্চার রক্তের প্রয়োজন জানতে পেরে, বগুলা রুটি ব্যাঙ্কের ডাকে সাড়া দিয়ে বেথুয়াডহরী থেকে ৩০ কিলোমিটার একাই স্কুটি চালিয়ে এসে রক্ত দিয়ে প্রান বাঁচালেন এক গৃহবধূ।

এই করোনা সংকটে ব্লাড ব্যাঙ্কে প্রয়োজনীয় রক্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সময় মতো রক্ত না পেলে তার জীবন সংশয় হতে পারে।

করোনা আবহে যেখানে অনেকেই ভয়ে রক্ত দিতে চাইছেন না,সেখানে এই গৃহবধূ তাদের কাছে দৃষ্টান্ত। গৃহবধূ সুস্মিতা মল্লিক সময় মতো এসে বাচ্চাটির প্রান বাঁচালেন। বাচ্চাটির পরিবার থেকে জানানো হয় সাক্ষাৎ উমা এসে প্রাণ বাঁচিয়েছে আমার ছেলের।

Related Articles