নদীয়া সংবাদনিউজরাজ্য

সততার নজির, নদীয়ার রানাঘাটের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের সততায় বহুমূল্য গহনা ফেরত পেলো এক স্বর্ণ ব্যবসায়ী

সূত্রের খবর, নদিয়ার রানাঘাটের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ ধর সোমবার মোটর বাইকে করে কল্যাণী এলাকায় সোনার ও রুপার গহনা সরবরাহ করতে যাচ্ছিল।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:-  সততার সেরা নজির গড়লো রানাঘাটের অ্যাম্বুলেন্স চালক। অ্যাম্বুলেন্স চালকের সততায় কয়েক লক্ষ টাকার সোনা ও রুপার গহনা ভর্তি ব্যাগ ফেরত পেল এক স্বর্ণ ব্যবসায়ী।

সূত্রের খবর, নদিয়ার রানাঘাটের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ ধর সোমবার মোটর বাইকে করে কল্যাণী এলাকায় সোনার ও রুপার গহনা সরবরাহ করতে যাচ্ছিল। অভিযোগ পথে কল্যানির কাছে জাতীয় সড়কে তার গহনা সহ ব্যাগটি বাইক থেকে পড়ে যায়।

সেই সময় কল্যাণী হাসপাতালে রোগী নামিয়ে পুরসভার অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিলেন শঙ্কর মুখার্জি নামের এক অ্যাম্বুলেন্স চালক। তিনি রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে সেটি তুলে নিয়ে এসে রানাঘাট পুরসভায় জমা দেয়। পরে ব্যাগে থাকা নথি দেখে ওই স্বর্ণ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে মঙ্গলবার তার হাতে গহনা সহ ব্যাগটি তুলে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালকের এহেন সততায় খুশি স্বর্ণ ব্যবসায়ী ও রানাঘাট পুরসভার কর্মীরা।

Related Articles