কলকাতানিউজরাজ্য

ঘনীভূত গভীর নিম্নচাপ, তুমুল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণের এই জেলাগুলি

দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement
Advertisement

ফের প্রবল দুর্যোগের আশঙ্কা। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান ও নদীয়াতে।

তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের। দার্জিলিং ও কালিম্পঙে ধস নামতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরফলে নদীগুলির জলস্তর বাড়তে পারে।

এদিকে আজ কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ ছিল। মাঝে মধ্যে কলকাতার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আগামীকাল ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৮৯ শতাংশের মধ্যে ছিল। তবে বৃষ্টি হলেও আদ্রতা জারি থাকবে।

Related Articles