নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার শান্তিপুর পৌরসভার জনপ্রতিনিধিদের কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির

উপস্থিত ছিলেন শান্তিপুর টাউন বিজেপির সভাপতি বিপ্লব কর ও সুকুমার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- করোনা আবহের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়নি পৌরসভার। দেখা মেলেনি জনপ্রতিনিধিদেরও। সেই কারণেই আজ শান্তিপুর পৌরসভার সামনে বিক্ষোভ বিজেপির। পৌরসভার সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় শান্তিপুর টাউন বিজেপি।

উপস্থিত ছিলেন শান্তিপুর টাউন বিজেপির সভাপতি বিপ্লব কর ও সুকুমার দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের দাবি করোনাভাইরাস আবহে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকাই হোক বা করোনা পজিটিভ রিপোর্ট আসার পরিবারের বাড়ি স্যানিটাইজ করা হোক দেখা মেলেনি কারোর।

অথচ তাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছিলেন এই সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত গৃহ নির্মাণের টাকা আত্মসাৎ, সরকারি বিভিন্ন প্রকল্প স্বজনপোষণ করে দলীয় কর্মীদের পাইয়ে দেওয়ার মত অভিযোগও ওঠে আজকের বিক্ষোভে। বেশ কয়েকটি ওয়ার্ডে অনিয়মিত জঞ্জাল পরিষ্কার এবং স্ট্রীট লাইটের দুর্দশার কথা জনসমক্ষে তুলে ধরেন তারা।

Related Articles