নদীয়া সংবাদনিউজরাজ্য

৪০ বাক্স দেশলাইয়ের কাঠি দিয়ে অসাধারণ দুর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগালেন নদীয়ার শান্তিপুরের পড়ুয়া

ছোটবেলা থেকেই পড়াশোনার সাথে শিল্প কর্মের প্রতি ঝোঁক!

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র সৈকত সাধুখা বসবাস করেন শান্তিপুরেই। বাবার ছোট একটি চালের দোকান।

ছোটবেলা থেকেই পড়াশোনার সাথে শিল্প কর্মের প্রতি ঝোঁক! শান্তিপুরে এধরনের কাজ শেখার খুব একটা জায়গা না থাকায়, নিজের আপন খেয়ালেই নারকেলেমালা, কাগজ, শোলা, পোড়ামাটির নানান উপাদানে অলংকার মা, দিদি কে তৈরি করে দিতো ছোট থেকেই। তা দেখে পড়শীরা অনেকেই উপযুক্ত পারিশ্রমিক দিয়ে মূল্য দিতেন শিল্পকর্মের।

সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কিছু করার প্রবণতায় ৪০ বাক্স দেশলাইয়ের কাঠি আনুমানিক বারোশো কাঠির সমাহারে তৈরি করে ফেলেছে অসাধারণ দুর্গাপ্রতিমা। উপযুক্ত পারিশ্রমিক পেলে আগামীতে এ ধরনের পেশায় নিজেকে নিয়োজিত করে করবে বলে জানায় সৈকত।

Related Articles