এবার ভারতবর্ষেই অ্যামাজনের স্বাদ নিতে পারবেন ভ্রমণপিপাসুরা! আমরা সকলেই জানি যে আমাদের দেশ ভারতবর্ষ বৈচিত্র্যময়। অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য্য নিয়ে এই দেশ তৈরি হয়েছে। উত্তরের হিমালয় থেকে শুরু করে দক্ষিণের সমুদ্র বা পশ্চিমের মরুভূমি থেকে পূর্বের নদীকেন্দ্রিক অঞ্চল সবকিছু মিলিয়ে ভারতবর্ষকে আকর্ষণীয় করে তুলেছে তার প্রাকৃতিক অবস্থান।
আর সেখানে এমন একটি জায়গা রয়েছে যা ‘মিনি অ্যামাজন’ নামে পরিচিত। আসলে অনেক ভ্রমণপিপাসু মানুষ রয়েছেন যারা অ্যামাজনের জঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখেন। তবে তার দূরত্ব এবং খরচ এতোটাই বেশি যে অনেকের জন্য যাওয়া সম্ভব হয় না। তবে আর চিন্তা নেই ভারতেই সেই স্থানের স্বাদ নিতে পারবেন তারা। এই স্থান অবস্থিত ওড়িশা রাজ্যে।
ওড়িশা সাধারণত জনপ্রিয় পুরীর সমুদ্রসৈকত ও জগন্নাথ দেবের মন্দিরের জন্য। তবে এছাড়াও সেখানে আরেকটা স্থান রয়েছে এটি হলো ভিতরকণিকা অভয়ারণ্য। এটি মূলত অবস্থিত চাঁদিপুর এবং পারাদ্বীপের মাঝে। ব্রাহ্মণী ও বৈতরণী নদীর মাঝখানে গড়ে উঠেছে এই অসাধারণ ম্যানগ্রোভ অরণ্য। ৬৫০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই অঞ্চল।
কীভাবে যাবেন এই স্থানে?
এখানে পৌঁছানোর জন্য আপনাকে যেতে হবে ভদ্রকে। সেখান থেকে চাঁদবালি। চাঁদবালি থেকে এই অভয়ারণ্য খুবই কাছে। তাই আর দেরী না করে ঘুরে আসুন এই স্থান থেকে।