নিউজ

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ‘নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি’তে প্রফেসর নিয়োগ, আবেদন চলছে

চাকরি প্রার্থীদের জন্য সুখবর! কারণ, রাজ্যের ‘নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি’তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন তাহলে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পদের নাম: Assistant Professor, Guest Faculty

যে সমস্ত বিভাগে নিয়োগ করা হবে: Food Technology 2, Geology 2, Management 1, Pharmaceutical Technology 1, Bio Informatics 1, Tea Science 2

মোট শূন্যপদ: ৯ টি।

শিক্ষাগত যোগ্যতা: Master Degree/CA/ICWA/ M.Pharm/ Msc/ Phd

আবেদন ফি: সকলের জন্য ১,২০০ টাকা ফি লাগবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে যাবতীয় তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ই ফেব্রুয়ারী, ২০২৩।

নিয়োগ পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে।