কলকাতানিউজ

মজার ভিডিও করতে দ্বিতীয় হুগলি সেতু থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ, মর্মান্তিক পরিণতির শিকার যুবক

Advertisement
Advertisement

ফান ভিডিও তৈরি করার লক্ষ্যে দুই যুবক একেবারে দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিল৷ রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে৷ ঝাঁপ দেওয়ার পর পুলিশ একজনকে উদ্ধার করলেও এখনো নিখোঁজ দ্বিতীয় জন।

পুলিশ জানিয়েছে, মহম্মদ তাস্তগির আলম (২৩) এবং মহম্মদ জাকির সর্দার (২২) নামক দুই যুবক এই কাণ্ড ঘটিয়েছে। ঝাঁপ দেওয়ার পর তাস্তগিরকে পুলিশ উদ্ধার করতে পারলেও জাকির এখন‌ও নিখোঁজ৷ রিভার ট্রাফিক পুলিশ তাস্তগিরকে উদ্ধার করে৷ তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধার করার পর৷ পুলিশ সোমবারও গঙ্গায় তল্লাশি চালায় নিখোঁজ জাকিরের খোঁজে৷

মোবাইলে গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে দুই যুবকের বন্ধুরাই৷ তাতে দেখা যাচ্ছে, তাস্তগির এবং জাকির বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছেন দ্বিতীয় হুগলি সেতুর রেলিং ধরে। তাদের সঙ্গে একইভাবে রয়েছে আরও কয়েকজন যুবক৷ বন্ধুদের সঙ্গে হাল্কা মেজাজে কথা বলছে তারা ঝাঁপ দেওয়ার আগের বেশ কিছুক্ষণ৷ তার পরে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে একে একে দু’জনে৷

পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে গোটা ঘটনায়৷ পুলিশের কড়া নজরদারি থাকে দ্বিতীয় হুগলি সেতুর উপরে৷ সেখানে প্রশ্ন উঠছে, পুলিশের নজর এড়িয়ে এতজন যুবক মাঝ সেতুতে রেলিং টপকে কীভাবে এমন কাণ্ড ঘটালো? তবে দুই যুবকের মধ্যে একজনের প্রাণ বেঁচেছে পুলিশের তৎপরতাতেই৷ নিখোঁজ এবং উদ্ধার হওয়া দুই যুবকই তিলজলা এলাকার৷ বিপর্যয় মোকাবিলা দলকেও নামানো হয়েছে তল্লাশি কাজে৷

Related Articles