×

KTM এবং R15-এর দিন শেষ! একসাথে বাজার কাঁপাতে আসছে এই নতুন কোম্পানির দুটি বাইক

আসন্ন স্পোর্টস বাইক দুটির নাম হল Keeway 300N নেকেড এবং K300R ফুল ফ্লেয়ার্ড

ভারতের অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা কোম্পানি হলো Keeway India। যা কিছু দিন আগেই লঞ্চ করেছিল V302C আরবান ক্রুজার মোটরবাইক আর এই মোটরবাইকের সাফল্যের পর ফের ভারতীয় মার্কেটে দুটি নতুন স্পোর্টস বাইক লঞ্চ করার পরিকল্পনায় আছে এই কোম্পানি। ভাবছেন আসন্ন 300 সিসির এই স্পোর্টস বাইক দুটির নাম কি? আসন্ন স্পোর্টস বাইক দুটির নাম হল Keeway 300N নেকেড এবং K300R ফুল ফ্লেয়ার্ড!

আসুন জেনে নেওয়া যাক বাইক দুটির স্পেসিফিকেশন সম্পর্কে। Keeway 300N বাইকটি আপনারা মাত্র 2.65 লক্ষ টাকা থেকে 2.85 লক্ষ টাকা বাজার মূল্যে পেয়ে যাবেন যাতে রয়েছে CF Moto 300NK বাইকের মতো স্টাইলিং। অন্যদিকে K300R বাইকটিতে পেয়ে যাবেন ফুল ফ্লেয়ার্ড লুক সাথে ক্লিনআপ হ্যান্ডেলবার। যার শোরুম প্রাইস শুরু হতে পারে তিন লক্ষ টাকা থেকে।

এছাড়াও এই দুটি নতুন মোটরসাইকেলে পেয়ে যাবেন আন্ডারস্ল্যাং এগজস্ট,ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল,অলএলইডি লাইটিং সিস্টেম ছাড়াও 292.4 সিসি ক্ষমতা বিশিষ্ট লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যে ইঞ্জিনটি 8750 আরপিএম গতিতে 27.5 বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে। এছাড়াও 7000 আরপিএম গতিতে সর্বাধিক 25 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।

এছাড়া সিক্স স্পিড গিয়ারবক্স যুক্ত এই বাইকের ইঞ্জিনের রয়েছে স্লিপার ক্লাচ,থার্টি সেভেন মিলিমিটার ইউএসডি ফন্টফিক্স দেয়া হয়েছে। এছাড়া বাইকের পেছনে থাকতে মনোশক ডিজাইন। এছাড়াও ব্রেকিং এর দিক থেকে এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন 4 স্পিটন ক্যালিপার, 292 মিলিমিটার ফ্রন্টডিস্ক সিঙ্গেল স্পিটন ক্যালিপার,220 মিলিমিটার রিয়ার ডিস্ক। এছাড়াও ডুয়েল চ্যানেল স্ট্যান্ডার্ড এবিএস সিস্টেম। এছাড়া মোটরসাইকেলটি সামনে ও পিছনে 110/70 এবং 140/60 সেকশন টায়ার দেওয়া রয়েছে,এছাড়াও রয়েছে 17 ইঞ্চি এলয় হুইল ও 12 লিটার ফুয়েল ট্যাংক।