প্রকাশ্য রাস্তায় খেলা হবে গানে নাচ, ভোট প্রচারে নজর কাড়লেন জনপ্রিয় জুটি নীল-তৃণা

বর্তমানে রাজনীতির ময়দানে তারকার ঢল। টেলিপাড়া জনপ্রিয় জুটি নীল-তৃণাও নাম লিখিয়েছেন তাদের দলে। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের পতাকা নিজেদের হাতে তুলে নিয়েছেন নীল – তৃণা। তৃণা ওরফে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো এর গুনগুন। এবং নীল ওরফে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির নিখিল। তবে নীল এবং তৃণা ভোটে প্রার্থী হয়ে নয় বরং দলের মুখ হয়েই প্রচার করবেন তারা। আর এবার সেই প্রচারেই নামলেন এই জুটি।
এবার নীল তৃণা একসাথে তৃণমূল কংগ্রেসের হয়ে নামলেন প্রচারে। এদিন প্রচারে নেমে খেলা হবে গানেতে মেতে উঠলেন নীল এবং তৃণা। ভোট প্রচারে সেই ভিডিও নিজেরাই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই তারকা জুটি, আর তারপরেই সেটি সোশ্যাল মাধ্যমে হয়ে গিয়েছে ভাইরাল।
প্রসঙ্গত, বছরের শুরুতেই ১০ বছরের সম্পর্ককে পরিণতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নীল তৃণা। আর তখনই নীল তৃনাকে আশীর্বাদ করতে তাদের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই আন্দাজ করা গিয়েছিল দিদির সাথে বেশ ভাল সম্পর্ক টেলি জগতের জনপ্রিয় এই জুটির।
কিছুদিন আগে পার্থ চট্টোপাধ্যায় এর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন নীল তৃণা। তবে ততদিনে দলের প্রার্থী তালিকা হয়ে গিয়েছে প্রকাশ। সেই কারণে প্রথম থেকেই বোঝা গিয়েছিল যে কোন কেন্দ্রের হয়ে লড়বেন না নীল এবং তৃণা, বরং প্রচারে থাকতে দেখা যাবে সেলিব্রেটি এই জুটিকে।