ফের বন্ধ হবে ট্রেন চলাচল? বিবৃতি দিয়ে সরাসরি জানাল রেল

করোনার দ্বিতীয় ওয়েভের বাড়বাড়ন্তে জেরবার জনজীবন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা কয়েক হাজার। আক্রান্তের সংখ্যার সাথেই বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যাও। আর এই পরিস্থিতিতে আবারো বন্ধ হয়ে যেতে পারে রেল পরিষেবা বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনই রেল পরিষেবা বন্ধ নিয়ে উদ্বিগ্নের কোন কারণ নেই বলে জানিয়ে দিল রেল মন্ত্রক।
রেলের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরিষেবা বন্ধের কোনরকম পরিকল্পনা এখনো পর্যন্ত নেই, এই অতিমারির পরিস্থিতিতে যাত্রীরা যেন কোন রকম ভাবে আতঙ্কিত না হয়ে পড়েন। RAC ও কনফার্মড টিকিট থাকলেই যেন স্টেশনে আসে। অযোধা ভিড় না বাড়ায়, সোশ্যাল ডিসটেন্স মেনে চলেন।’
রেলওয়ে বোর্ড চেয়ারম্যান ও CEO সুনীত শর্মা আগেই জানিয়েছিলেন, ৭০ শতাংশ যাত্রী নিয়ে বর্তমানে ট্রেন চলছে। এখনও পর্যন্ত কোনও রাজ্যের তরফ থেকে রেল পরিষেবা বন্ধের আবেদন আসেনি। উল্লেখ্য, গতবছর ২৩ মার্চ থেকে থেকে টানা দীর্ঘ প্রায় নয় মাস ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা। অবশ্য কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছিল।
রেল পরিষেবা বন্ধ না করলেও ভারতীয় রেলের তরফ থেকে গোটা দেশে জারি হয়েছে কিছু নয়া গাইডলাইন। রেল চত্বরে প্রবেশ করলে ট্রেন অথবা স্টেশনে মাস্ক পড়া বাধ্যতা মূলক মাস্ক না পরলে দিতে হবে নগদ ৫০০ টাকা জরিমানা। আগামী ৬ মাস এই নিয়ম বলবৎ থাকবে।