Weather: তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী, আজও ঝমঝমিয়ে আসছে বৃষ্টি

Advertisement

গত কাল, বৃহস্পতিবারের পর আজ, শুক্রবারেও রাজ্য জুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের বেলায় ভ্যাপসা গরম পড়ছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় তাপমাত্রার তুলনায় রিয়াল ফিল বেশি থাকছে। তবে বিকেলের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিদিন সন্ধ্যায় ঝড় বৃষ্টি হওয়ার ফলে দিনের তুলনায় রাতে তাপমাত্রা অনেকটাই কম থাকছে।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও রাজ্যে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে ফের মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের ভাষ্যমতে আজ গোটা দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে এবং বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হয়ে আবহাওয়া উন্নতি হবে।

Advertisements

আজ ঝড় বৃষ্টির সাথে কোন কোন জেলাতে শিলাবৃষ্টিও হওয়ারও সম্ভাবনা রয়েছে। মাঝের দুই এক দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেও উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলতে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কোচবিহার ও আলিপুরদুয়ার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ধমান, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, নদিয়া জেলায় ঝড় বৃষ্টির তোড় সব থেকে বেশি থাকবে। কলকাতার বুকেও সারাদিন ভ্যাপসা গরম থাকবে এবং দিনের শেষে বৃষ্টি নামবে।

তবে এসবের মধ্যে খুশির খবর এই যে এই সপ্তাহেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করছে। কেরলেও বর্ষা ঢুকে যাবে আগামী ৪ ঠা জুনের মধ্যে। তবে তা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার দিন দেরিতেই প্রবেশ করছে। ফলে তা পশ্চিমবঙ্গের বসার উপরেও ভালোমতোই প্রভাব রাখবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের এক সপ্তাহের মধ্যেই বাংলাতে বর্ষা চলে আসে। তাই এবার কেরলের দেরি করে বর্ষা প্রবেশ করায় বাংলাতেও বর্ষা দেরি করে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles