কিছুটা কমলো পেট্রোল-ডিজেলের দাম, রইল লিটার পিছু নতুন দাম

যাতায়াতের জন্য বাইক বা স্কুটির ব্যবহার সবাইকে করতেই হয়। কিন্তু যেভাবে দিন দিন পেট্রোলের দাম বেড়ে চলছিল তাতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষদের। প্রয়োজনের তাগিদে গাড়ি ব্যবহার করলেও পেট্রোল ডিজেলের দাম কপালে ভাঁজ আনছিল। তবে নববর্ষের শুরুতেই স্বস্তি ফিরলো মধ্যবিত্তদের।
সম্প্রতি সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। আজ থেকেই নতুন দাম জারি হয়েছে পেট্রোল ও ডিজেলের। 15 দিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির রাখার পর বৃহস্পতিবার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই দিন পেট্রোলের দাম 16 পয়সা এবং ডিজেলের দাম 14 পয়সা প্রতি লিটারে কমানো হয়েছে যার দরুন দিল্লীতে পেট্রোলের দাম কমে হয়েছে 90.40 টাকা প্রতি লিটার। আর ডিজেলের দাম বর্তমানে 80.73 টাকা প্রতি লিটার।
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল 90.40 টাকা, ডিজেল 80.23 টাকা
বোম্বাই- পেট্রোল 96.83 টাকা, ডিজেল 87.81 টাকা
চেন্নাই- পেট্রোল 92.43 টাকা, ডিজেল 85.75 টাকা
কলকাতা- পেট্রোল 90.62 টাকা, ডিজেল 83.61 টাকা
নয়ডা- পেট্রোল 88.79 ডিজেল 81.19
বেঙ্গালুরু- পেট্রোল 93.43 ডিজেল 85.60
ভোপাল- পেট্রোল 98.41 ডিজেল 88.98
চন্ডিগড়- পেট্রোল 86.99 টাকা, ডিজেল 80.43 টাকা।
পাটনা- পেট্রোল 92.74 টাকা, ডিজেল 85.97