নিউজরাজনীতিরাজ্য

তৃণমূল পাবে ২২০ আসন, তারা মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা বললেন অনুব্রত মন্ডল!

Advertisement
Advertisement

লোকসভার পর এবার বিধানসভা নির্বাচনেও মা তারার কাছে ২২০ আসন চেয়ে বসলেন অনুব্রত। বিজেপি থেকে ফোন আসে বৃহস্পতিবার দুপুরে বীরভূমের জেলা সভাপতির কাছে। তারপরেই চিন্তিত হয়ে পড়েন তিনি। দিতে যান মন্দিরে পুজোও।

তারাপীঠের মন্দিরে হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা পরে পুজো দিতে দেখা গেল অনুব্রত মন্ডলকে। একে পয়লা পৌষ, তাও বৃহস্পতিবার, এহেন মাহেন্দ্রক্ষণ সচরাচর আসে না। তাই তারা মায়ের পুজো দিয়ে ২২০ আসনে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের জন্য প্রার্থনা করলেন তিনি।

লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের জন্য যদিও পুজো দিয়েছিলেন অনুব্রত, কিন্তু তা পূরণ হয়নি। তবে এবারও কি তাই হবে? উত্তর না দিয়ে অনুব্রত জানান, আজ বৃহস্পতিবার, তারপর পয়লা পৌষ, এহেন সুযোগ সচরাচর আসে না। আজ নিশ্চয়ই মা তারা সহায় হবেনই।

দিল্লি থেকে ফোনের ব্যাপারে কি বলছেন অনুব্রত? তিনি জানান, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, তার বেশি কিছু বলতেই তিনি নারাজ। তিনিই শেষ কথা। অনুব্রতের সঙ্গে ছিলেন তৃণমূলের আরো কিছু হেভিওয়েট নেতৃত্বও।

Related Articles