নিউজরাজ্য

রাজ্যে BSK-তে কয়েক হাজার কর্মী নিয়োগ, জেনে নিন কোন জেলায় কত শূন্যপদ খালি

বর্তমানে প্রতিযোগিতার যুগ, তাই যারা চাকরির পরীক্ষার্থী তাদের কেবল নির্দিষ্ট চাকরির খবর রাখলেই হবে না। প্রতিমুহূর্তেই চোখ রাখতে হবে বিভিন্ন চাকরির খবর সম্পর্কে। তাই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এই ধরনের আপডেট পেতে অবশ্যই প্রতিনিয়ত লক্ষ্য রাখুন এই পেজে। এই প্রতিবেদনে আরো এক নিয়োগ সংক্রান্ত খবর জেনে নিন।

রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক পরিষেবাকে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিএসকে। সেইমতো আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে সম্প্রতি বিএসকে কেন্দ্রে প্রার্থী নিয়োগের চিন্তাভাবনা করছে সরকার।ইতিমধ্যে জানা গেছে এই সংক্রান্ত নিয়োগের জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠক বসেছিল যেখানে নতুন বিএসকে নিয়োগের অনুমোদন পাওয়া গেছে।

খবর অনুযায়ী বর্তমানে ২৩ টি জেলায় এবং ব্লক প্রশাসনের “এপি সেন্টারে” প্রায় ৩৫৪১ টি বিএসকে রয়েছে। সেখানে কর্মরত রয়েছেন ৭১২০ জন। তবে বর্তমানে কাজ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি নতুন বিএসকে কেন্দ্র স্থাপনের পথে এগোচ্ছে রাজ্য। সূত্র বলছে ১৪৬১ টি কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর সেই সমস্ত কেন্দ্রে নতুন প্রার্থী নিয়োগ করা হবে। প্রায় তিন হাজার প্রার্থী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে তাই এই মুহূর্তে চাকরি প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য ভালো খবর।

জেলাভিত্তিক শূন্য পদগুলি জেনে নিন‌- আলিপুরদুয়ার- ৩৪, বাঁকুড়া-৭৮, বীরভূম-৬৪, কোচবিহার-৪৮, দক্ষিণ দিনাজপুর- ২৩, দার্জিলিং- ৩৬, হুগলি- ৭৯, হাওড়া-৬০, জলপাইগুড়ি-৩৫, ঝারগ্রাম- ৩৪, কালিম্পং- ২৯, মালদা-72, মুর্শিদাবাদ-১০৭, নদীয়া-৭৭, উত্তর ২৪ পরগনা-৮২, পশ্চিম বর্ধমান-২৭, পশ্চিম মেদনীপুর-১০৩, পূর্ব বর্ধমান-৭৩, পূর্ব মেদিনীপুর-101, পুরুলিয়া-৬৪, দক্ষিণ ২৪ পরগনা-১৫৯, উত্তর দিনাজপুর- ৪৫, কলকাতা-৩০

নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পঞ্চায়েতে বসবাসকারী বঙ্গবাসী বিভিন্ন সরকারি পরিসেবা পাবেন তারসাথে প্রচুর কর্মী নিয়োগ হবে।