নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

জঙ্গিদমনে বড় সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে খতম তিন জঙ্গি

ফের জঙ্গিদমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। শ্রীনগরে সেনাদের সাথে গুলির লড়াইয়ে খতম হয়েছে তিন জেহাদি। এখনও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। এই জঙ্গিদের খোঁজে গোটা এলাকাতে জোর তল্লাশি চালাচ্ছে। শ্রীনগরের বাটামালো এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে

Published By: | Updated:

ফের জঙ্গিদমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। শ্রীনগরে সেনাদের সাথে গুলির লড়াইয়ে খতম হয়েছে তিন জেহাদি। এখনও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে। এই জঙ্গিদের খোঁজে গোটা এলাকাতে জোর তল্লাশি চালাচ্ছে। শ্রীনগরের বাটামালো এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে।

আপনার জন্য নির্বাচিত

গোপন সূত্রের খবর অনুযায়ী, গতকাল গভীর রাতে শ্রীনগরের ওই এলাকাতে তল্লাশি চালিয়েছে সেনা। আর তখনই সেনাদের লক্ষ্য করে জঙ্গিরা লুকিয়ে গুলি চালায়। আর তারপরেই শুরু হয় সংঘর্ষ। জঙ্গিদের প্রতিহত করার জন্য কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে অপারেশন চালাচ্ছেন। এখনও সেই অপারেশন চলছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর অনুযায়ী, ভারতীয় সেনা এখনও পর্যন্ত ৩ জন জঙ্গিকে খতম করেছে। যদিও তাঁদের কাউকেই সনাক্ত করা যায়নি। এই জঙ্গিরা কোন সংগঠন থেকে এসেছে, তা নিয়ে তল্লাসি হেলাচ্ছে সেনা। তবে এই অভিযানে দুই জন নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।