Advertisements

আর নয় লাইনের দৌড়, এবার বাড়িতেই পাবেন রেশন!

Advertisements

মোদি সরকারের অন্যতম লক্ষ ডিজিটাল ইন্ডিয়া গড়া, আর সেই কারণে ইতিমধ্যে একের পর এক প্রস্তাবনা গ্রহণ করছে কেন্দ্র, আর এবার রেশন কার্ডের ক্ষেত্রেও তেমনই এক পদক্ষেপ গ্রহণ করলো মোদি সরকার।

বর্তমানে এখন দেশের সমস্ত কিছুই স্মার্ট কার্ডে পরিবর্তন হচ্ছে, আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডের পর এবার রেশন কার্ড কেও ডিজিটাল বানানোর উদ্যোগ নিল মোদি সরকার।

এবার থেকে আর রেশন নিতে গ্রাহক কে লম্বা লাইনে গিয়ে দাড়িয়ে থাকতে হবে না, বরং বাড়িতে বসেই পেয়ে হবেন আপনার নিত্য প্রয়োজনীয় রেশন সামগ্রী। কেন্দ্র সরকারের এই নতুন ডিজিটাল রেশন কার্ডের দ্বারা বাড়িতে বসেই আপনি অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন রেশন।

রেশন গ্রাহক মেরা রেশন অ্যাপ এর মাধ্যমে এই রেশন ক্রয় করতে পারবে, ভারত সরকারের পক্ষ থেকেএক দেশ এক রেশন কার্ড যোজনার অংশ হিসেবে এই নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই সুবিধা পেতে আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনকে ইনস্টল করতে হবে মেরা রেশন অ্যাপ, তারপর অ্যাপ টি ওপেন করে নিজের রেশন কার্ডের সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এই অ্যাপ এর মাধ্যমে বাড়িয়ে বসেই পেয়ে যাবেন রেশন, এছাড়াও রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর এই অ্যাপ টিতে পেয়ে যাবেন, আপাতত ইংরেজি এবং হিন্দি ভাষা এই অ্যাপ টিতে আছে তবে পরবর্তী কালে আরো ১৪ টি ভাষায় অ্যাপটি বাজারে আনা হবে।

Related Articles