আন্তর্জাতিকনিউজ

পৃথিবীর সব মানুষকে কোটিপতি করে দেবে এই গ্রহাণু, নাসার গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

পৃথিবীর সব মানুষ যদি এই গ্রহাণুর লোহা বিক্রি করতে পারতেন তবে প্রত্যেকে ১০ হাজার কোটি টাকা করে পেতেন।

নাসা এমন একটি উল্কাপিন্ড নিয়ে গবেষণা করতে চলেছে যা পৃথিবীর সব মানুষকে কোটিপতি করে তুলতে পারবে। শুনতে অবাক লাগলেও এটাই ঘটতে চলেছে। গবেষণায় বলা হয়েছে, এই উল্কাপিণ্ডের পুরোটাই লোহা, নিকেল ও সিলিকা দিয়ে তৈরী। আর এই ধাতুগুলি বিক্রি করলে পৃথিবীর সব মানুষ প্রায় ১০ হাজার কোটি টাকা পাবেন। এই গ্রহাণুর নাম ১৬-সাইকী।

এই উল্কা বর্তমানে মঙ্গল ও বৃহস্পতির মাঝে ঘুরছে। এটি ৫ বছরে সূর্যকে একবার পাক খায়। এটির ওজন চাঁদের ওজনের মোট ১ শতাংশ। তবে নাসা জানিয়েছে, এই উল্কাপিন্ডকে পৃথিবীর আরও কাছে আনার কোনও পরিকল্পনা নেই। তবে এটিতে গিয়ে এর লোহা পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

এই গ্রহাণুতে যে পরিমাণ লোহা মজুত রয়েছে তাঁর দাম হতে পারে আনুমানিক ১০,০০০ কোয়াড্রিলিয়ন পাউন্ড। অর্থাৎ ১০ হাজারের পিছনে আরও ১৫ টি শূন্য বসবে। ইন্ডিয়াটাইমস ডটকমের মত অনুযায়ী, ১০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ সংখ্যক মানুষ অর্থাৎ পৃথিবীর সব মানুষ যদি এই গ্রহাণুর লোহা বিক্রি করতে পারতেন তবে প্রত্যেকে ১০ হাজার কোটি টাকা করে পেতেন।

Related Articles