ফের ভোগান্তির শিকার হতে চলেছেন ট্রেন যাত্রীরা! একটানা 20 দিন বন্ধ থাকবে এই ট্রেনগুলো?

ফের দুর্ভোগে নিত্য ট্রেনযাত্রীরা। টানা ২০ দিন বন্ধ থাকতে চলেছে ট্রেন পরিষেবা। খবর রয়েছে জাতীয় সড়কের ওভার ব্রিজের কাজের জন্য প্রতিদিন ২৪০ মিনিট বিদ্যুৎ সংযোগ থাকবে না রেলের ওভারহেডে। ফলসরূপ, ডানকুনি, খড়্গপুর শাখায় বন্ধ থাকতে চলেছে ট্রেন পরিষেবা। কবে থেকে বন্ধ হতে চলেছে এই ট্রেন পরিষেবা? কোন কোন ট্রেন বন্ধ থাকবে? নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
আজ অর্থাৎ মঙ্গলবার রেলের তরফে জানানো হয়েছে আগামী ২৪ শে মে থেকে ১২ই জুন পর্যন্ত কর্ড লাইন শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-বারুইপাড়া লাইনের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে। সূত্রের খবর মূলত বেশ কয়েকটি EMU ট্রেন বাতিল করা হয়েছে। তার সাথে কিছু এক্সপ্রেস এবং মেল ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রেল দপ্তর।
এবার জেনে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিলের তালিকায় রয়েছে। রেল দপ্তর তরফে জানা গিয়েছে ডানকুনি থেকে বন্ধ থাকছে ৩২২৪৮, ৩২২৫০ দুটি ট্রেন। ৩২২৪৫, ৩২২৪৭ এবং ৩২৪১৩ ট্রেন তিনটি বাতিল থাকবে শিয়ালদহ থেকে। অন্যদিকে, বারুইপাড়া থেকে বাতিল থাকবে ৩২৪১৪ EMU ট্রেন।
এর পাশাপাশি বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের চলাচলেও বিঘ্ন রয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন এক্সপ্রেস ট্রেন কত মিনিট দেরিতে চলবে।
সূত্রের খবর জানা গিয়েছে আগামী ২৪শে মে থেকে ৭ জুন পর্যন্ত ৯০ মিনিট দেরিতে চলতে পারে ১২২৫৪ অঙ্গ এক্সপ্রেস। অন্যদিকে, ৫ই জুন ৯০ মিনিট দেরিতে চলতে পারে ১৫২২৮ মুজফরপুর-এসএমভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস। এর পাশাপাশি ৩১ শে মে, ২ জুন, ৯ জুন এবং ১১ই জুন চারদিন ৫০ মিনিট দেরিতে চলতে পারে ২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস। ফলস্বরূপ, টানা ২০ দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়তে হবে ট্রেন যাত্রীদের। তাই সেই সমস্যা কিছুটা এড়াতে আগে থেকেই বিজ্ঞপ্তির মাধ্যমে রেল দপ্তর জানিয়ে দিয়েছে এই খবর। তবে এর পাশাপাশি রেল দপ্তর দুঃখ প্রকাশও করেছে যাত্রীদের কাছে।