আন্তর্জাতিকনিউজ

ধ্বংসের মুখে পৃথিবীর সবচেয়ে সুন্দর এই পাঁচ জায়গা

মানুষের অত্যাচারে ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বের এমন সুন্দর সেই পাঁচ জায়গা।

Advertisement
Advertisement

পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলির সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হবেন। তবে এই জায়গাগুলি এখন ধ্বংসের পথে। মানুষের অত্যাচারে ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বের এমন সুন্দর সেই পাঁচ জায়গা।

দেখে নিন, সেই সবচেয়ে সুন্দর পাঁচ জায়গার তালিকা-

১) ব্রুনোই – পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জায়গাগুলির মধ্যে একটি হল ব্রুনোই। আর এই রেইনফরেস্ট এই জঙ্গলকে আরও সুন্দর করে তুলেছে। তবে চোরা শিকারির উপদ্রবে ক্রমাগত অরণ্যছেদন এই দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

২) ‌আন্টার্কটিকা- ক্রমেই বরফ গলছে এখানে। বিশ্ব উষ্ণায়নের জন্য এরকম হচ্ছে। আর এর ফলে বিপদে পড়ছে পেঙ্গুইনের দল।

৩) আমাজনের জঙ্গল –আরেকটা সুন্দর জায়গা হল এই আমাজনের জঙ্গল। বার বার দাবানলের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে এই অরণ্য। জাগুয়ার, উকারি মাঙ্কি এই প্রজাতিগুলি বিলুপ্তির পথে।

৪) আর্কটিক সাগর- এখানেও বিশ্ব উষ্ণায়নের ফলে অনেক ধ্বংস হয়ে গেছে। শ্বেত ভল্লুকরা এর ফলে সব থেকে বেশি সমস্যাতে পড়েছে।

৫) কোরাল ট্রায়াঙ্গল- ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, পপুয়া নিউগিনি, মালয়শিয়ার কোরাল দ্বীপগুলি আজ মানুষের অনাচারের ফলে নোংরা জমে জমে এই জায়গা ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে।

Related Articles