দেশনিউজ

ভারতে খোঁজ মিলল ৭৩টি ভিন্ন প্রকার করোনা ভাইরাসের, গবেষণায় প্রকাশ ভয়ানক তথ্য

যত সময় বাড়ছে ততই আতঙ্ক বাড়াচ্ছে মারন ভাইরাস করোনা। গোটা দেশ জুড়ে জাঁকিয়ে বসেছে করোনা। আর এই আতঙ্কের মাঝেই আবারো আতঙ্কের খবর দেশবাসীর জন্য। একটি দুটি নয় এবার খোঁজ মিলল ৭৩ রকমের নোভেল করোনার। সম্প্রতি এই করোনার খোঁজ মিলেছে ওড়িশায়।

একদিকে করোনা আতঙ্কে নাজেহাল দেশবাসী। অন্যদিকে বিজ্ঞানীদের একাংশ আগেই জানিয়েছিল, আরো বেশি শক্তি সঞ্চয় করছে করোনা। জিন বদলে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে করোনা। বিশ্বের ১০টি দেশের ১২টি সংস্থাকে পিছনে ফেলে ইতিমধ্যেই নিজেদের গবেষণার সমস্ত তথ্য অনলাইনে প্রকাশ করেছে বিজ্ঞানীদের একটি দল। তারই মাঝে নতুন করে ভিন্ন প্রকার করোনার খোঁজ মিলল যার জেরে গবেষকরা আরও বেশি চিন্তায় পড়েছে।

এরই মাঝে বেশ কয়েকদিন ধরেই করোনা নিয়ে গবেষণা চালাচ্ছেন রাজধানী দিল্লির সিএসআইআর- ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইনটিগ্রেটিভ বায়োলজি এবং ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড হসপিটালের কয়েকজন গবেষক। গবেষক দলের অন্যতম সদস্য ডক্টর জয়শংকর দাস বলছেন, ‘পরপর ১৫৩৬টি স্যাম্পেল নিয়ে আমরা কাজ করেছি। যার মধ্যে ছিল ৭৫২টা ক্লিনিক্যাল স্যাম্পেলও। এর থেকে মিলেছে B.1.112 এবং B.1.99। অর্থাৎ রিপোর্ট একেবারে ভিন্ন। প্রথমবার ভারতে এমন ঘটনা ঘটল’।

অন্যদিকে গবেষকদের আরো দাবি, ওড়িশায় ৭৩ প্রকারের করোনা ভাইরাসের হদিশ মিলেছে। পূর্ব-ভারতে যে ভাইরাসের পরিবর্তন ঘটছে, বিশেষ করে ওড়িশায়, তাও এই গবেষণা কার্যত স্পষ্ট করে দিয়েছে। গবেষকরা মনে করছেন, করোনা ভাইরাস শরীরে কতটা সংক্রমিত হতে পারে, তাও বোঝা সম্ভব হয়েছে। কারও সামান্য, আবার কারও শরীরে অতিরিক্ত সংক্রমণ ঘটে, লক্ষণও প্রকট হয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles