ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি, জুলাই-আগস্টেই আসছে করোনার তৃতীয় ঢেউ!

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তোড়ে বেসামাল গোটা দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি আর এমন অবস্থায় করোনার তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সাবধান করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
জুলাই আগস্ট মাসে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে মহারাষ্ট্রে, মহামারী বিশেষজ্ঞদের থেকেই এই ইঙ্গিত পেয়েছেন বলে জানালেন তিনি। আর সেই কারণে কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়বার আগেই পূর্ববর্তী সব রকম সতর্কতা গ্রহণ করার জন্য রাজ্য প্রশাসনকে আদেশ দিলেন ঠাকরে।
বৃহস্পতিবার করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য ডিভিশনাল কমিশনার এবং জেলাশাসক দের নিয়ে একটি মিটিং ডেকেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সেই লক্ষ্যে এই মিটিংয়ে চিকিৎসা পরিকাঠামো আরো শক্ত করার কথা বলেন ঠাকরে। বিশেষ করে হাসপাতালগুলিতে অক্সিজেনের যোগানের বিষয়ে কড়া নজর দিতে বলেন তিনি।
মহারাষ্ট্রের জুলাই এবং আগস্ট মাসে আছড়ে পড়তে চলেছে করোনার দ্বিতীয় ঢেউ, মূলত রাজ্যে করোনা মোকাবিলার টাক্সফোর্স সেখানেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভবিষ্যৎ সতর্কতা। মূলত অন্যান্য দেশে কোভিড পরিস্থিতি দেখেই এই অনুমানে এসেছেন বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মে মাসের শেষে কিছুটা প্রভাব কমতে পারে করোনার, তবে জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম থেকে আবার বাড়বাড়ন্ত বাড়বে ভাইরাসের তৃতীয় ঢেউ এর। কার্যত মহারাষ্ট্রের সতর্কবাণীর পরেই এক প্রকার উঠে এসেছে প্রশ্ন, মহারাষ্ট্রে যদি জুলাই আগস্টে আছড়ে পরে করোনার তৃতীয় ঢেউ, তবে সেই সুনামি থেকে কি অডিও বাঁচতে পারবে বাংলাও!