আন্তর্জাতিকনিউজ

করোনার থেকেও অনেক বেশি প্রাণঘাতী এই রোগ, প্রতি বছর মারা যায় লাখ লাখ মানুষ

গোটা বিশ্বে করোনার থেকেও ভয়াবহ একটি রোগ ছড়িয়ে পড়েছে। এই অসুখ করোনার থেকেও অনেক বেশি প্রাণঘাতী। এই রোগে সবসময় হালকা জ্বর অনুভব হয়, শ্বাস নিতে অসুবিধা এবং কাশির সময় প্রচুর ব্যাথা অনুভব হয়। এই রোগে প্রতিবছর গোটা বিশ্বে বহু লোক মারা যায়।

এই রোগ বেশিরভাগ জনাকীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এই রোগেও রুগীকে আলাদা করে রাখা হয় অর্থাৎ তার কাছে যাওয়া হয় না। এই রোগ বিশ্বের প্রতিটা দেশকেই নাজেহাল করে দেয়। এই রোগের আক্রমনে বিশ্বে প্রতিবছর ১.৫ মিলিয়ন লোক মারা যায়। এই মারাত্বক রোগটির নাম হল যক্ষ্মা।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, প্রতিবছর বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর ঘটে যক্ষ্মা অর্থাৎ টিবির কারণে। টিবির পরে যে রোগগুলির কারণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় সেই রোগগুলো হল এইচআইভি এবং ম্যালেরিয়া। চলতি বছরে গোটা বিশ্বে করোনা ভাইরাস যেভাবে থাবা বসিয়েছে সেই কারণে মানুষ অন্যান্য রোগ নিয়ে অতো ভাবছেন না। কিন্তু এই রোগগুলোও ক্রমশ বাড়ছে।

দীর্ঘদিন লকডাউন এবং করোনা মহামারীর চিকিৎসা করতে গিয়ে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে চিকিৎসা ব্যাবস্থা। যার কারণে আগামী ১০ মাসে প্রায় ৬৩ লক্ষ লোক টিবিতে আক্রান্ত হবে বলে মনে করা হচ্ছে। এমনকি এই রোগে মৃত্যু হতে পারে প্রায় ১৪ লক্ষ লোকের, এমনটাই আশঙ্কা করা হয়েছে। করোনা ভাইরাসের চিকিৎসা করতে গিয়ে যদি অন্যান্য রোগের ঠিকমতো চিকিৎসা না হয় তাহলে গোটা বিশ্বে ২১৪ লাখ কোটি টাকার লোকসান হবে, যা প্রকৃতপক্ষে বিরাট অঙ্কের টাকা।