এবার বাসে উঠতে গেলে মানতেই হবে এই নিয়ম, নয়া নির্দেশিকা জারি করল বাস মালিক সংগঠন

এবার থেকে মুখে মাস্ক না থাকলে বাসে ওঠার অনুমতি পাবেন না যাত্রীরা। রবিবার জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট তাদের নিজেদের সদস্যদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাত্রীদের সাথে এই নিয়ম বাসের চালক এবং কনডাক্টরদেরও উপরও বর্তাবে। বাস ইউনিয়নের তরফ থেকে এই নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়েছে।
দিন প্রতিদিন করোনা পরিস্থিতি জটিল থেকে জটিলতম পর্যায় যাচ্ছে। প্রতিদিনই হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই সাথে বেড়ে চলেছে মৃতের সংখ্যা, এই পরিস্থিতিতে এখনো অনেক মানুষ গা ছাড়া ভাবে চলছে, তারা এখনো পর্যন্ত সজাগ নয়। অনেকের মুখেই এখনো নেই মাস্ক, উদাসীন মনোভাব নিয়ে রয়েছে অনেকে। আর এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ গ্রহণ করলো বাস মালিক সংগঠনগুলি।
করোনার হাত থেকে বাঁচতে আমাদের সকলকে অনেক বেশি সচেতন হতে হবে। বারবার করে সকলকে মাস্ক পড়তে বলা হচ্ছে, তবে বহু মানুষ এই কঠিন পরিস্থিতিতেও গা এলিয়ে চলছে। বহু মানুষকেই দেখা যাচ্ছে মাস্ক ছাড়া পথে নামতে, আর তাই ধীরে ধীরে কড়া নিয়মের পথে হাঁটছে সব দিক থেকেই, কিছুদিন আগেই রেল থেকেও এই নির্দেশিকা চালু হয়েছে, আর এবার বাস।
গত বছর করোনার প্রকোপ মার্চ মাস থেকে বাড়ার পর মাস্ক পড়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিলো, তবে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসার পর মানুষ একপ্রকার সব নিয়মই ভেঙ্গে আগের মতো চলতে শুরু করে আর যার ফল স্বরূপ করোনার দ্বিতীয় ঢেউ এসে লন্ডভন্ড করে দেয় সব কিছু।