প্রকাশ্যে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ, জানলে হবেন অবাক

Advertisement

সামনে এলো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ। আর তা জেনেই চক্ষু চড়কগাছ সকলের! না, বেশি সম্পত্তির পরিমাণ জেনে নয় বরং একজন সামান্য নিম্ন তলার দলের কর্মীর সম্পত্তির পরিমাণ যেখানে কোটি টাকা হয় সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ মাত্র ১৭ লক্ষ টাকা।

Advertisements

হলদিয়ায় নিজের মনোনয়ন পেশের সময় এমনই তথ্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তিনি নিজের ব্যক্তিগত সম্পত্তির হলফনামা জমা দেন এবং জানান তার নিজের বাড়ি গাড়ি কিছুই নেই।

Advertisements

তার হলফনামায় উল্লেখ করা আছে তার মোট সম্পত্তির পরিমাণ ১৭ লক্ষ টাকার কাছাকাছি। তার ব্যাঙ্কে টাকার পরিমাণ ১২ লক্ষ ২ হাজার ৩৫৬ টাকা। হাতে রয়েছে ৬৯ হাজার ২৫৫ টাকা। তাঁর কাছে মূল্য ১৮ হাজার ৪৯০ টাকার ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (National Saving Cirtificate) রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গয়নার পরিমাণ ৯ গ্ৰাম ৭৫০ মিলিগ্ৰাম যায় বাজার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা।

কোনো বাড়ি বা জমিও নেই, মনোনয়ন পেশের সময় তৃণমূল সুপ্রিমো আরো জানান মার্কেটে তার কোনো ঋণ নেই। কোনো রকম সরকারি কর ও বাকি রাখেননি তিনি, তার কোনো পৈতৃক সম্পত্তি ও তিনি পাননি।

Related Articles