নিউজদেশ

সাচ্চা হিন্দুস্তানি “TATA”-র হাতে তৈরি হবে ‘বন্দে ভারত এক্সপ্রেস’, বড়সড় ঘোষণা ভারতীয় রেলের

আগামী বছরেই ২২টি ‘বন্দে ভারত’ ট্রেন তৈরি করবে ‘টাটা স্টিল’! এমনটাই সম্প্রতি জানা গিয়েছে। আমরা সকলেই জানি যে রেল পরিষেবাকে আরো উন্নত করতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। সেই বিষয়টিকে মাথায় রেখেই দ্রুত ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই দায়িত্ব এবার দেওয়া হলো ‘টাটা স্টিল’ সংস্থাকে।

জানা গিয়েছে, আগামী ১ বছরের মধ্যে এই সংস্থা দেশের দ্রুততম এবং অত্যাধুনিক ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের ২২ টি ট্রেন তৈরি করবে। এই বিষয়ে ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ে এবং এই সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও জানা গিয়েছে আগামী ২ বছরে ২০০টি নতুন ‘বন্দে ভারত’ ট্রেন প্রস্তুত করার লক্ষ্য নির্ধারিত হয়েছে।

একটি সরকারি তথ্য অনুসারে জানা গিয়েছে, ২০২৪ সালের প্রথম কয়েক মাসের মধ্যেই ‘বন্দে ভারত’ ট্রেনের স্লিপার সংস্করণ শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসি থেকে শুরু করে থ্রি টায়ার কোচের আসনগুলি এবার ‘টাটা স্টিল’ প্রস্তুত করবে। এছাড়াও তাদের দায়িত্ব দেওয়া হয়েছে LHB কোচ তৈরি করার।

এই প্রকল্পের অধীনে ভারতীয় রেল ‘টাটা স্টিল’কে ১৪৫ কোটি টাকার টেন্ডার প্রদান করেছে এবং তাদের তরফ থেকে জানানো হয়েছে ১২ মাসের মধ্যেই এই কাজটি শেষ করবে সংস্থা। এই টেন্ডার লাভ করার পর ‘টাটা স্টিল’এর কম্পোজিট ডিভিশন কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেকটি ট্রেনে সরবরাহ করা হবে ১৬ টি কোচ। অন্যদিকে জানা গিয়েছে, ‘টাটা স্টিল’ ক্রমাগত ভারতীয় রেলে তাদের অংশীদারিত্ব বৃদ্ধির দিকে মনোযোগ দিয়েছে।