নদীয়া সংবাদনিউজরাজ্য

নদীয়ার রানাঘাটের মহকুমা শাসক পরিদর্শন করে দেখলেন বিভিন্ন বাজারের পরিবেশ

মহকুমা শাসকের সাথে বাজার পরিদর্শনে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক তারাও বাজার ঘুরে দেখেন।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া :– আজ রানাঘাটে লকডাউনের জন্য লোক সমাগম ও দোকান বন্ধ। তাই এই দিনটিকে কাজে লাগিয়ে বিভিন্ন বাজার পরিদর্শন করলেন রানাঘাটের মহকুমা শাসক হরসিমরান সিং।

তিনি দেখলেন যে স্যানিটাইজ করা হলো কিনা, মাছ বাজার গুলির লাগোয়া ড্রেনের জল বহির্গমনের পথ আছে কিনা, এমনকি খাদ্যদ্রব্য রাখার ঝুড়ি বা বিভিন্ন পাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন কিনা তা খতিয়ে দেখেন। মহকুমা শাসকের সাথে বাজার পরিদর্শনে আসেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, পৌর প্রশাসক তারাও বাজার ঘুরে দেখেন।

কোথাও আবর্জনা কিংবা জল নিকাশি ব্যবস্থা ঠিক আছে নাকি তা খতিয়ে দেখেন। এর পাশাপাশি করোনা সংক্রমণ ও ডেঙ্গু প্রতিরোধ করতে আরও বেশী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আলোচনা করেন নিজেদের মধ্যে। আগামীকাল থেকে আবারও হাজারে হাজারে ক্রেতা সাধারনের ভীড় উপচে পড়বে। তার আগে এ ধরনের পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করেন বিশেষজ্ঞ মহল।

Related Articles