সোমবার থেকে আবার বৃষ্টিতে ভাসতে চলেছে চলেছে রাজ্য

দেবপ্রিয়া সরকার : সোমবার থেকে আবহাওয়া পরিবর্তনের আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার আকাশ পরিষ্কার থাকলেও সোমবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সংঘাতে এই বৃষ্টিপাত। এই সংঘাতে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। প্রধানত উত্তরবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দার্জিলিং সহ কালিম্পং জুড়ে হবে বৃষ্টি। কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রবিবার বেলা বলে হালকা গরম অনুভূতি হবে।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম অর্থাৎ ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, শিলাবৃষ্টি এমনকি তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে। এছাড়া রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড়ো হাওয়া থাকবে মধ্যপ্রদেশ ছত্রিশগড় এ এবং সোম-মঙ্গলবার একই সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খন্ড ও বাংলাতে।