লকডাউন! বঙ্গবাসীর পাশে সৌরভ গাঙ্গুলি! ৫০ লক্ষ টাকার চাল দিলেন বাংলার দাদা !

করোনার জেরে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে গোটা বিশ্ব। চারিদিকে দেখা দিয়েছে আর্থিক সংকট। মানুষের মৃত্যু মিছিল দেখে আতঙ্কে গোটা বিশ্বের মানুষ। ভয়াবহ এই পরিস্থিতিতে বঙ্গবাসীদের সাহায্য করতে এগিয়ে আসলেন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র,ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। মানুষের সাহায্যার্থে দান করলেন ৫০ লক্ষ টাকার চাল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে, করোনার মোকাবিলায় রাজ্যের যেসব মানুষদের নিরাপত্তার কারণে বিভিন্ন সরকারি স্কুলে রাখা হয়েছে সেই সব মানুষদের খাওয়ার জন্য চালের ব্যবস্থা করা হয়েছে সৌরভ গাঙ্গুলি ও লাল বাবা রাইসের যৌথ উদ্যোগে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আশা, সৌরভের এই উদ্যোগ সমাজের আরও মানুষকে অনুপ্রাণিত করবে এবং তাঁরাও এগিয়ে আসবে মর্মান্তিক এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে।