ভারতে ৩৩ কোটি দেব-দেবী আছেন! করোনা কিছুই করতে পারবে না! বিজেপি নেতার মন্তব্যে সমালোচনার ঝড় গোটা দেশে

দেবপ্রিয়া সরকার : বর্তমানে করোনার ভয়ে আতঙ্কগ্রস্ত দেশে-বিদেশের প্রায় সকল মানুষই। দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। করোনা ভাইরাস নিয়ে একেক জন একেক ধরনের মন্তব্য রাখছেন। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পর এবার করোনা ভাইরাস নিয়ে আজব মন্তব্য করলেন আরেক বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
এর আগেও কৈলাস বিজয়বর্গীয় আজব আজব মন্তব্য করে হাসির খোরাক হয়েছিলেন। এবার করোনাভাইরাস নিয়ে মন্তব্য করে নিজেকে পুনরায় হাসির পাত্র করে তুললেন। কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, ‘আমাদের দেশে ৩৩ কোটি দেব-দেবী আছেন। তাই এদেশে করোনা ভাইরাসের কোনো রকম প্রভাব পড়বে না।’
এখনো পর্যন্ত ভারতে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে ৮৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে দুজনের। এই ভাইরাসের ভয়ে বিভিন্ন রাজ্যের স্কুল কলেজ গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে প্রতিদিনের করণীয় কিছু কাজ থেকে সচেতন করা হয়েছে এবং বিভিন্ন সেফ্টি সার্কেল গড়ে তোলা হয়েছে।