চ্যালেঞ্জ নিয়ে ১২ কেজির মাছ তুললেন মৎস্যজীবী।

দেবপ্রিয়া সরকার : সোশ্যাল মিডিয়া এমন একটি ভার্চুয়াল মাধ্যম যেখানে শুধু বড় বড় সুপারস্টাররাই নয় সাধারণ মানুষের সাধারণ জীবনযাত্রা ও ভাইরাল হচ্ছে নিমিষে। ফলে সাধারণ মানুষও হয়ে উঠছে সুপারস্টার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সাধারণ মানুষের সাধারণ জীবনের একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি একটি মাছ ধরার ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে যিনি মাছ ধরছেন তার পরনে সাদা লুঙ্গি , গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় ফৈয়জ টুপি এবং তার হাতে রয়েছে একটি প্লাস্টিকের থলে যার মধ্যে রয়েছে মাছ ধরার সরঞ্জাম। নদীর ধারে ভদ্রলোক বিভিন্ন কায়দায় মাছ ধরছেন।
তিনি নাড়িভুঁড়ি দিয়ে মাছের চারা বানিয়ে বড়শিতে গেঁথে সেটা জলে ফেলে দিলেন এবং আরেক পদ্ধতিতে চারদিকে সুতোয় প্লাস্টিক জড়িয়ে বিভিন্ন জায়গায় গেঁথে দিলেন৷ এরপর কিছুক্ষন চলল প্রতীক্ষা। প্রতীক্ষা শেষে অর্থাৎ ভিডিওটির শেষে দেখা যাচ্ছে যে তিনি মাছ কিভাবে তুলছেন। তিনি বড়শিতে যে মাছটি তুলেছেন সেটি খুব একটি সাধারণ নয়। ১২ কেজি ওজনের মাছটির নাম ভালুগা। ভালুগা মিষ্টি জলের মাছ, যার দাম প্রতি কেজি প্রায় ৩৫০ টাকার কাছাকাছি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়েছে। প্রায় ১৫ লক্ষ ভিউ পড়েছে ভিডিওটিতে।