অফিসার পদে কর্মী নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | SBI Recruitment 2023

সকল চাকরিপ্রার্থীদের জন্য SBI এর তরফ থেকে এক দারুন সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।
SBI এর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্পেশালিস্ট অফিসার ক্যাডার পদে লোক নেওয়া হবে। ঘোষনা অনুযায়ী, শূন্যপদের জন্য ইতিমধ্যে প্রার্থীরা আবেদন শুরু করে দিয়েছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তারা অতিসত্ত্বর SBI এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in বা sbi.co.in/careers – এ প্রবেশ করে সকল তথ্য সংগ্রহ করতে পারবেন।
শূন্যপদ:
ম্যানেজার
ডেপুটি ম্যানেজার
অ্যাসিস্টেন্ট ম্যানেজার
শূন্যপদ: মোট ২১৭ টি
সময়সীমা: আবেদনের জন্য শেষ তারিখ ধার্য করাহয়েঠে ১৯ মে, ২০২৩
কর্মী নিয়োগের শর্তাবলী: SBI এর ঘোষনানুযায়ী, সাধারণ ও চুক্তিভিত্তিক দুই হিসেবেই নিয়োগ হবে।
যোগ্যতা: আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে B.A./BTECH, M.TECH থাকা আবশ্যক। ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার – উল্লিখিত বিষয়ে যাদের ডিগ্রী বা ডিপ্লোমা রয়েছে তারাও আবেদনযোগ্য।
নিয়োগ পদ্ধতি: আগামী জুন মাসে SBI এর এই পদগুলির জন্য লিখিত পরীক্ষা হবে।
আবেদন পদ্ধতি:
১) SBI এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in বা sbi.co.in/careers এ যেতে হবে।
২) সেখানে নিজের ছবিসহ স্বাক্ষর দিতে হবে।
৩) তারপর আপনাকে একটি আবেদনের ফর্ম দেওয়া হবে। সেই আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৪) অবশেষে অনলাইনেই আবেদন ফি যা ধার্য থাকবে তা জমা করতে হবে।