নিউজরাজ্য

ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় কর্মী নিয়োগ, রইল আবেদন পদ্ধতি

খুব শীঘ্রই এবার ‘পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা’য় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি তাদের তরফ থেকে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। জেনারেল ম্যানেজার পদে এই নিয়োগ হবে। যেখানে পদের সংখ্যা মাত্র একটি। আবেদনকারীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। প্রাথমিকভাবে এই নিয়োগ এক বছরের জন্য হলেও পরবর্তীকালে তার মেয়াদ বাড়তে পারে কাজের উপর নির্ভর করে।

এই পদে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে ডাব্লিউবিএসইডিসিএল-এর হেডকোয়ার্টার বিদ্যুৎ ভবনে। এই পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ থেকে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার, অবসরপ্রাপ্ত ডাব্লিউবিসিএস (এগজিকিউটিভ) অফিসার, একইসাথে যারা ৮,৭০০ টাকা গ্রেড পে বা তার বেশি বেতন পেতেন তারাও।

তবে তাদের প্রশিক্ষণ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত ব্যক্তি সংস্থার এইচআরডি, প্রশিক্ষণ এবং পারফরম্যান্স ম্যানেজমেন্ট সেল-এর প্রধান হবেন। আসলে সংস্থার ‘হিউম্যান রিসোর্স ডিরেক্টর’এর অধীনে কাজ করতে হবে তাকে। সল্টলেকের বিদ্যুৎ ভবনে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এই পদে।

প্রথমে সংস্থার ওয়েবসাইটে গিয়ে ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। এবার প্রয়োজনীয় নথি-সহ এটি পাঠাতে হবে rectt@wbsedcl.in -এ। এই আবেদন পত্র পাঠানোর শেষ দিন ২৮শে ফেব্রুয়ারী। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন।