সেরে উঠুন মদনদা, খেলতে হবে তো! কাতর আর্জি Sreelekha-র

তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। তৃণমূল কংগ্রেসের হয়ে কামারহাটির বিধানসভা থেকে লড়ছেন মদন মিত্র। তবে ভোটের মাঝেই হঠাৎ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন তৃণমূল নেতা। শারীরিক অবস্থা সংকটজনক।
মদন মিত্রের শারীরিক সুস্থতা কামনা করে ফেসবুকে পোস্ট দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনেত্রী লিখলেন, মদনদা সেরে উঠুন। আরও অনেকদিন খেলতে হবে তো! রাজনৈতিক মতপার্থক্য থাকবেই তবু চাইব আপনি সেরে উঠুন।’ উল্লেখ্য, শ্রীলেখা একজন সিপিএম নেত্রী। শ্রীলেখার এই পোস্টে স্পষ্ট রাজনৈতিক দৃষ্টভঙ্গিতে মত বিতর্ক থাকলেও সৌহার্দ্যের সুর ব্যক্তিগত সম্পর্কে।
মদন মিত্র (Madan Mitra) হঠাৎ পঞ্চম দফার ভোটের দিন অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেন দেওয়ার পর কিছুটা স্থিতিশীল হয় পরিস্থিতি। তবে বুধবার সকালে আবার জটিল হতে থাকে শারীরিক অবস্থা, এরপর এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে, জানা যায় কোভিড নিউমোনিয়া (Covid Pneumonia) আক্রান্ত মন্ত্রী। এরপর বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
রাজনৈতিক দিক ছাড়াও নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মন্ত্রী মদন মিত্র, তাকে বাংলার ক্রাশ বলেই ইদানিংকালে চেনে সবাই।মাঝেমধ্যেই নিজের ফেসবুক থেকে লাইভে আসেন মন্ত্রী। তার মজার কথাবার্তা, কিংবা গান মন জয় করে নিয়েছে নেটিজনদের, তাই মদন মিত্রের অসুস্থতার খবরে মন খারাপ সকলের, দোলের মধ্যেও মত বিতর্ক ভুলে শ্রাবন্তী পায়েল দের সাথে পালন করেছেন রঙের উৎসব। উল্লেখ্য, মদন মিত্রের সুস্থতা কামনা করেছেন সিপিআইএমের নেতা শতরূপ ঘোষ।